Shobnom

Shohojia

এ ভুলে যাও শবনম
দাগগুলো মুছে ফেলো,
সংকট শিকার করে নেও
দেখো নেই বলে কিছু নেই,
একবার চেয়ে দেখো
সবকিছু এখানেই,
এ ভুলে যাও শবনম ।
সম্পুর্ণ গান আমি জানি না
একটা পাখি গলা ছেড়ে গায়
আমি তার পাশেই পাতা হয়ে রই
গান শিখে নেই কথায় কথায়[২]
কথাটাই শেষ নয়,
চুপ করে শুনো কিছু
যদি তুমি চাও,
এ ভুলে যাও শবনম
একদিন নদী তার রুপে নাচবেই
একদিন ঢেইয়ে তার ছবি আকবেই
একদিন চা বাগান সুখে হাসবেই
একদিন পাহারের বুকে বাধবই
ততদিন ভালো থেকো, আমাকে গান লিখো
যদি ফিরে পাও, এই ভুলে যাও শবনম
দাগগুলো মুছে ফেলো, সংকট শিকার করে নেও
দেখো নেই বলে কিছু নেই, একবার চেয়ে দেখো
সবকিছু এখানেই, এ ভুলে যাও শবনম

Lyrics Submitted by Raisul Islam Tanbeer

Lyrics provided by https://damnlyrics.com/