Shunno Theke Ase Prem

Kona & Imran

শুন্য থেকে
আসে প্রেম


প্রেম থাকে
রঙিন ফুলে
মোরা নদীর
দু'কূলে
প্রেম আছে
মনের খাতায়
চোখেরও
পাতায়
পাতায়...
প্রেমের শুরু
আছে
সীমানা
জানা নেই...
শুন্য থেকে
আসে প্রেম
পূর্ণ করে
দিতে...
স্বর্গ সুখের
আকাশ
নামে মাটির
পৃথিবীতে... ।।
ঠিকানা হয়ে
তুমি আছো
জীবনে
ধ্রুবতারা
কাকে বলে
জানা নেই...
বিরহ হয়ে
তুমি আছো এ
প্রেমে
ভালোবাসি
কতো
অপারে...
আর কেউ
নেই হৃদয়ে
তুমি মিশে
আছো
আমিতে...
শুন্য থেকে
আসে প্রেম
পূর্ণ করে
দিতে...
স্বর্গ সুখের
আকাশ
নামে মাটির
পৃথিবীতে... ।।
মোহনা ফেলে
আমি
ডুবে যাবো
সাগরে
অভিমানে
যদি দূরে
রও...
সাধনা করে
আমি
শুধু চাই
তোমাকেই
আলো-ছায়া
জুড়ে আলো
হও...
আর কেউ
নেই হৃদয়ে
তুমি মিশে
আছো আমি...
শুন্য থেকে
আসে প্রেম
পূর্ণ করে
দিতে...
স্বর্গ সুখের
আকাশ
নামে মাটির
পৃথিবীতে...।।

Lyrics Submitted by fb.com/sahriiyar

Lyrics provided by https://damnlyrics.com/