Eka

Lakkhichhara

এক চলে যায় এক ব্যাপ্তিহীন পথ
মালবাহী ট্রাক প্রমাদ গুনছে অবিরত...
লাল মাটি মুছে যাওয়া প্রেমিকের শপথ
ধুলোয় উড়ছে লেলিহান নেশা কত...

সোজা পথ ধরে সুদুর যাত্রী তাই
হেটে যাবে বহুকাল ঘুমের হদিশ...
পাবেনা গো তুমি মিথ্যে লাল বেলার
মেঠো ঘাসে হাওয়া ধমনির কুরনিশ...

বোবা ফেস্টুন ওরে শীত ঘুম আকাশে
টিনের চালেতে হিম হয় জমা ফ্যাকাসে...
বোবা ফেস্টুন ওরে শীত ঘুম আকাশে
রক্তের লাল রঙ বিকেলের আকাশে...

আকাশ বন্দি বোমারু বিমান, ঝড়
রেডিওতে আজ সাতসুর নিশ্চুপ...
চাকায় লেগেছে আজ নিঝুম দশের ভোর
তোমার চোখেও আজ অঙ্গিকারের রুপ...

চিরতায় ডোবে বেদানার লাল ফল
মুছে গেছে যত স্তুপাকার স্মৃতি সব...
ফড়িঙের ডানা, শকুনের কালোরঙ
গোলাপের ক্ষত, হৃদয়ের কলরব...

বোবা ফেস্টুন ওরে শীত ঘুম আকাশে
টিনের চালেতে হিম হয় জমা ফ্যাকাসে...
বোবা ফেস্টুন ওরে শীত ঘুম আকাশে
রক্তের লাল রঙ বিকেলের আকাশে...

ভাঙা পাচিলের ধার ঘেঁষে অতিকায়
গুল্মলতার হাহাকার সমারূঢ়...
পিয়াসি আলোর ঝিলমিল থেমে যায়
আগন্তুকের ভিক্ষে যে খুদ, কুড়ো...

লাঙল টানা সন্ধের কালো ষাঁড়
তবুও মাটির প্রজাপতি তুমি ভালো...
বাধন ছাড়া বাউলের বিলাপ
বুলেট আঁকছে নিশঃপাপ খাজুরাহো...

বোবা ফেস্টুন ওরে শীত ঘুম আকাশে
টিনের চালেতে হিম হয় জমা ফ্যাকাসে...
বোবা ফেস্টুন ওরে শীত ঘুম আকাশে
পরে থাকে জলছবি জীবনের কোলাজে...

Lyrics provided by https://damnlyrics.com/