Kusum Kusum Roddur

Goutam Ghosal

কুসুম কুসুম রোদ্দুর ছিল একটু আগে
হঠাৎ খুশির খবর যেন ভালো লাগে
যেমন ছিল ঘাসের পাতায় শিশির মিশে
কোথা থেকে এক নিমিষে বেপরোয়া মেঘ এসে 2x
নিভিয়ে দিল রোদের বাতি 3x

নিঝুম ঝুম দুপুর দিগন্তেরই দূর প্রান্ত ঘিরে বৃষ্টি মেলা
বেপরোয়া প্রাণ বেসুরো গান বেহিসেবী পথ চলা 2x
কোথা থেকে এক নিমেষে বেপরোয়া মেঘ এসে 2x
নিভিয়ে দিল রোদের বাতি 3x

রৌদ্র আমার গান আমার স্বপ্ন স্বপ্ন পিছুটান
আমার ফিরে চাওয়া
রৌদ্র আমার বৃষ্টি মাতাল সন্ধ্যা সকাল সারাদিন ঝরে যাক
কোথা থেকে এক নিমেষে বেপরোয়া মেঘ এসে 2x
নিভিয়ে দিল রোদের বাতি 3x

কুসুম কুসুম রোদ্দুর ছিল একটু আগে ......

Lyrics Submitted by Soumalya Das

Lyrics provided by https://damnlyrics.com/