তোমারো জানালা কি ভিজেছে এমন
তুমিও কি আমাকে ভেবেছো আনমনে
এমন শ্রাবণ দিনে, এ ভীষণ প্লাবনে
হয়তো কোথাও আছো তুমি
তোমারো জানালা কি ভিজেছে এমন
অনেক দিনের পরে,চিলেকোঠা এই ঘরে
রিমঝিম অঝোর শ্রাবণ
আমিও আছি তেমন
সেদিনো ছিলাম যেমন ঘোর বর্ষায়
তোমারো জানালা কি ভিজেছে এমন
তুমি কি তেমনই আজো,মেঘে মল্লারে বাজো
খোলা ছাদে তুমুল স্রোতে
আকাশে দুহাত পেতে
কি যেন বলতে তুমি মেঘের কানে
তোমারো জানালা কি ভিজেছে এমন
Lyrics Submitted by Arpita Mukhopadhyay
Lyrics provided by https://damnlyrics.com/