Bela

Ghunpoka

Ghunpoka-The Band

Bela (বেলা)

ছেড়ে দিয়েছি ন'টা পাঁচটার চাকরি
ভুলে গেছি পিছুডাক সেই কবেই
নেমে পড়েছি ট্রেন থেকে মাঝপথেই
ভাবছিনা কিছু যা হবার তা হবেই (x2)

বেলা শুনে নাও টেলিফোন এ আমি নেই
বেলা চলে যাও তোমার ঠিকানাতেই...ঠিকানাতেই...

নীল পর্দায় জানালা দিয়েছি ঢেকে
আজ থেকে আর আকাশ দেখব না যে
কাল মাঝরাতে স্বপ্ন দিয়েছি বেচে
স্বপ্ন কিনতে তোমায় ডাকবো না যে

নীল পর্দায় জানালা দিয়েছি ঢেকে
আজ থেকে আর আকাশ দেখব না যে
শিরোনাম থেকে নিজেকে নিয়েছি মুছে
শেকল টেনেছি চৌরাস্তার খোঁজে

বেলা শুনে নাও টেলিফোন এ আমি নেই
বেলা চলে যাও তোমার ঠিকানাতেই...ঠিকানাতেই..

রেস্তরাঁর ওই কেবিন টা থাক পড়ে
তোমাকে দেখার শূন্যতা থাক চোখে
তোমাকে আর মিস করব না দেখো
কোনো মাঝরাতে স্বপ্নে হলেও ভেবো

গল্প বোনা হাত রাখা ওই হাতে
নাইবা হল কি আসে যায় তাতে
শুনছো কি বেলা সাজানো হবেনা আর
দুজনের সেই লাল নীল সংসার

বেলা শুনে নাও টেলিফোন এ আমি নেই
বেলা চলে যাও তোমার ঠিকানা তেই
বেলা শুনে নাও টেলিফোন এ আমি নেই
খুঁজে চলেছি আমি আজ আমাকেই

বেলা শুনে নাও টেলিফোন এ আমি নেই
বেলা চলে যাও তোমার ঠিকানাতেই...ঠিকানাতেই...

Lyrics Submitted by Imran Khan Parvez

Lyrics provided by https://damnlyrics.com/