সংসার সুখী হয় রমনীর গুণে
ছুঁচ সুতো নিয়ে সে শুধু যায় বুনে
ছোটো থেকে বড় হলো এই কথা শুনে
সংসার সুখী হয় রমণীর গুণে।
দেরে না দেরে না না না দেরে না
ফুলে ফুলে ঢাকা ছিল বরের গাড়ী
বাসি বিয়ে সেরে গেল শশুরবাড়ি। 3
তার আগে কতজন কতো বার এসে
মিত্তিতে ফেলে তাকে গিয়েছিল মেপে
অবশেষে শিকে ছিড়ে কোনো ফাল্গুনে।
সংসার শুরু হলো রমনীর গুনে
ছুঁচ সুতো নিয়ে সে শুধু যায় বুনে।
দেরে না দেরে না না না দেরে না
বছর না যেতে যেতে বুঝলো ঠেলা
পদে পদে খোটা আর হেঁশেল ঠেলা। 3
বাড়িতে অনেক লোক মন তবু একা
পতিগুরু বিছানাতে দেন শুধু দেখা
ভালোবাসা কাঠ হয়ে ধরে গেছে ঘুনে
সংসার তবু চলে রমনীর গুনে
ছুঁচ সুতো নিয়ে সে শুধু যায় বুনে।
দেরে না দেরে না না না দেরে না
ঘরের কোণে খাঁচায় ছিল একটা টিয়া পাখি
ওই প্রাণীটাই বুঝতো তাকে করতো ডাকাডাকি
বলতো পাখি আকাশ কেবল শুনবে তোমার কথা
বৃষ্টি জলে ধুইয়ে দেব মনের বিষন্নতা,
বলতো পাখি তোমায় দেব আমার দুটো ডানা 2
বাঁচার জন্য পালাও এবার করবো নাকো মানা
তবুও শোনেনা কন্যা চলে টেনে টুনে
সংসার আজ ও সুখী রমনীর গুনে
সংসার আজও সুখী রমনীর গুনে
সংসার সদা সুখী রমনীর গুনে।।
Lyrics Submitted by Rakhi Ganguly
Lyrics provided by https://damnlyrics.com/