Barche Bhalobasha (feat. Somlata)

Zooel

আমার পথে তাকিয়ে থাক জানলাটাকে ধরে
তাইতো শুধু ইচ্ছে করে আসতে ফিরে ঘরে
উজার হয়ে জরিয়ে ধর কাছে আসি যখন
তাইতো আমার ভালবাসা বাড়ছে সারাক্ষন
অসীম খরায় আমার বুকে জলের নদী ঢাল
মধ্য রাতের পাঁজর জুড়ে বিছিয়ে রাখ আলো
চাঁদ ফুরালেও আমার আছে জোনাক জলা মন
তাইতো আমার ভালবাসা বাড়ছে সারাক্ষন
আলস ভোরে হাত বুলিয়ে ঘুমটা আমার ভাঙাও
নতুন দিনের জীবনটাকে নরম রোদে রাঙাও
ভর দুপুরে তোমার সাথে হয় যে আলাপন
তাইতো আমার ভালবাসা বাড়ছে সারাক্ষণ
তোমার পথে তাকিয়ে থাক জানলাটাকে ধরে
তাইতো শুধু ইচ্ছে করে আসতে ফিরে ঘরে
উজার হয়ে জরিয়ে ধর কাছে আসি যখন
তাইতো আমার ভালবাসা বাড়ছে সারাক্ষণ

Lyrics Submitted by MD. HASIB SHARKER

Lyrics provided by https://damnlyrics.com/