শিশির বিন্দু পরিমান ভালবাসাও যদি পেতাম দূষতাম না তোরে, যাত্রাবাড়ির মেয়ে তুই তাই করিস নাটক আমাকে নিয়ে, রঙ ঢং চোখের কারুকায করেছে আমায় নেশাবাজ, ,সাদা জাদু কাল জাদু সব তোর জানা ভালোবাসা বড়ই অচেনা , খেলা কর যত খুশি আমি তোর বশে গেছি.
স্বর্গ রাজ্যের বিষ ছিলো প্রতিটি ঠোটের ছোয়ায়, মনটা হয়েছে কালো অন্ধকার ছায়া বিষন্ন মন আজ কাঁদে সারাখন, সাদা জাদু কাল জাদু সব তোর জানা ভালোবাসা বড়ই অচেন্ খেলা কর যত খুশি আমি তোর বশে গেছি
Lyrics Submitted by Md Muksetin Mahmud Sakin
Lyrics provided by https://damnlyrics.com/