Boka Pakhi

Shohojia

কেন ভালো লাগে না
মনটা বোঝে না
বোঝে না স্বপ্নে যে তাই আসা যাওয়া
একটা বোকা পাখি
হয়ে বসে থাকি
ভাবনা রাখি শুকনো ডালে এলোমেলো হাওয়া।

কেন ভাল লাগে না
মনটা বোঝে না
বোঝে না স্বপ্নে যে তাই আসা যাওয়া
একটা বোকা পাখি
হয়ে বসে থাকি
ভাবনা রাখি শুকনো ডালে এলোমেলো হাওয়া।

ছোট ছোট ঘর

উচু উচু বাড়ী
কারফিও ডাকে কত তাড়াতাড়ি
হাতের মুঠোয় এক রাস জাদু
এক টান নীল বিষ বুকে নিয়ে ফিরি।

এ ছোট ছোট ঘর

উচু উচু বাড়ী... বাড়ী
কারফিও ডাকে কত তাড়াতাড়ি
হাতের মুঠোয় এক রাস জাদু
এক টান নীল বিষ বুকে নিয়ে ফিরি।

কিছুই ছাড়ছি না...
কিছুই ধরছি না...
ধরা দিচ্ছে না।
স্বপ্নে যে তাই আসা যাওয়া...
একটা বোকা পাখি
হয়ে বসে থাকি
ভাবনা রাখি শুকনো ডালে এলোমেলো হাওয়া।

আয়নায় দেখে নিজেকে দেখে
কিছুই করতে পারছি না...
ছুরি নিয়ে হাতে
ধার নেই তাতে
খুজছি ধারালো সান্তনা না না নানা...
আয়নায় থেকে থেকে নিজেকে দেখে
কিছুই করতে পারছি না
ছুরি নিয়ে হাতে
ধার নেই তাতে
খুজছি ধারালো সান্তনা ......

কেউ তো ডাকে না
আমি ফিরছি না
কোথাউ যাচ্ছি না
স্বপ্নে যে তাই আসা যাওয়া ...
একটা বোকা পাখি
হয়ে বসে থাকি
ভাবনা রাখি শুকনো ডালে এলোমেলো হাওয়া।

কেন ভালো লাগে না
মনটা বোঝে না
বোঝে না স্বপ্নে যে তাই আসা যাওয়া
একটা বোকা পাখি
হয়ে বসে থাকি
ভাবনা রাখি শুকনো ডালে এলোমেলো হাওয়া।

আআআআআআআআআআআআআআআআআআআ...আআআআআআআআ......আআআআআআআআ......

Lyrics provided by https://damnlyrics.com/