ওই মৌসুমী মন শুধু রং বদলায়
এই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়
সোনার অঙ্গেরে তটিনী রঙ্গেরে জলতরঙ্গেরে তাকে দোলায়
মরি যে হায় আ....
জানি না জানি না
কি মধু আবেশে কি কথা ভাবে সে
জানি না
কি নিয়ে থাকে সে কি ছবি আঁকে সে যে রে এ....
জানি না .....
তার দুকূলে ভাসানো লহরী কাঁপানো
ভাবের খেলাতে বেলা যে যায়।।
কি করে কাটি ও মনে দাগ
ও চোখে আঁকি এ অনুরাগ।
জানি না জানি না
কি করে কবে সে আমারি হবে সে
জানি না
কি ভালো বোঝে সে কি আজও খোঁজে সে যে রে এ.....
জানি না
তার প্লাবনে ভাসানো নেশাতে মেশানো
রূপেরই তরী সে বাঁধে কোথায়।।
Lyrics provided by https://damnlyrics.com/