Aaj Agomonir Abahane

Mahesh Ranjan Some

আজ আগমনীর আবাহনে কি সুর উঠেছে বেজে ।
দোয়েল সেমা ডাক দিল তাই বরণীয় সেজে।।
ভরা ভাদরে ভরা নদী কুলুকুলু ছুটে নিরবধি।
শিশুর গীতালি দেয় করতালি, নাচে তরঙ্গ দোলনে।।

পূর্ব দীপক আরতির দ্বীপ শত ছোটা মেঘ জলে,
দিকবালা যায় আলতা ভুলেছি রক্ত আকাশ থালে।
ঘাসের বুকেতে শিশির শিশির নীর ধোয়াবে ও রাঙা চরণ ধীর,
সবুজ আঁচলে মুছে নেবে বলে ধরণী শ্যামলা সেজেছে- রে।।

Lyrics Submitted by Satavisa Bairagi

Lyrics provided by https://damnlyrics.com/