Asar Asha Bhabe Asa

Pannalal Bhattacharya

আশার আশা ভবের আশা
আসা মাত্র হলো

যেমন চিত্রের পদ্মেতে পড়ে
ভ্রমর ভ্রমে রলো।

নিম খাওয়ালে চিনি বলে
কথায় করে ছল
ওমা মিঠার লোভে তিতো মুখে
সারাদিনটা গেলো
আসা মাত্র হলো।

খেলবি বলে ফাঁকি দিয়ে
নামালি ভুতলে।
একি খেলা খেললি..মাগো
আশানা ফুরিল।
প্রসাদ বলে ভবের খেলা
যা হবার ত হলো
ওমা সন্ধাবেলায় কোলের ছেলে
ঘরে নিয়ে চলো...
আসা মাত্র হলো।
আশার আশা ভবের আশা
আসা মাত্র হলো।

Lyrics Submitted by Sirshabha Biswas

Lyrics provided by https://damnlyrics.com/