Andhar Raite...

JOler gaan

আন্ধার রাইতে চান্দের আলো
দেখলাম না নজরে।
এমন ধারার জনম আমার
মানুষ হইয়ারে।

হইতাম যদি পঙ্খী তবে
উড়াল দিতামরে,
ডালে ডালে বানতাম বাসা
দেখতাম জগৎরে।

ভাটা গাঙ্গে জোয়ার বিনে
নাও ভাসাইতামরে,
জনম গেল তবুও জোয়ার
দেখলাম না নজরে।

Lyrics Submitted by Md Shahidullah

Lyrics provided by https://damnlyrics.com/