খোদারও পরশে, যে নাম আরশে |
নাম মুহাম্মাদ শুধু মধুময় |
হে রাসুল, বুঝিনা আমি
রেখেছো বেঁধে মোরে কোন সূতোয় তুমি
স্বার্থবিহীন ছিলে চিরদিন
তুমি ইনসাফের প্রতীক
কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামাত
তুমি যে প্রাণের অধিক
তুমি প্রিয়তম আমিনা নন্দন
কুল মুসলিমের হৃদয় স্পন্দন
তুমি বিনে সবি অন্ধকার
থাকিতে দেহে প্রাণ, তোমারি সম্মান
দেবোনা দেবোনা লুটাতে ধুলোয়
হে রাসুল, বুঝিনা আমি
রেখেছো বেঁধে মোরে কোন সূতোয় তুমি
জানিনা গোপনে, কেমন করে
হৃদয়ে গড়েছো প্রেমের বলয়
হে রাসুল, বুঝিনা আমি
রেখেছো বেঁধে মোরে কোন সূতোয় তুমি
Lyrics Submitted by no need because i copied and faste from other webs
Lyrics provided by https://damnlyrics.com/