আল্লাহ আমার রব
এই রবই আমার সব
দমে দমে তনু মনে তারই অনুভব(২)
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই
অথই নিয়ামতে ডুবে আছি সবাই(২)
পাক-পাখালির গানে শুনি তাসবি কলরব
আকাশের সুনীলে ধরনীর সবুজে
অবুঝ এই হৃদয়ে আছো গো লুকিয়ে
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই
তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই
যার হয়েছো তুমি
তার নেই যে পরাভব(২)
Lyrics Submitted by MD. Elias Hossain
Lyrics provided by https://damnlyrics.com/