Nondini (feat. Nazia)

Fuad

দূরে সরে যাবো ভালোবেসে
এতটা কাল।
কেন তবু মন বলে ভালোবাসিনা।
আমার আশার তরীডুবে ডুবে খুঁজবে তোমায়
কিন্ত তোমার আমার দেখা হবে না।
নন্দিনী তোমার সামনে যখনি
নন্দিনী নন্দিত নরকের রানী
নন্দিনী তোমার সামনে যখনি আমি
নন্দিনী নরকের রানী।

যেনতেন যা মনে ভাবের বাহুলতায়
লুকিয়ে আড়ালে আড়ালে কতো কথা।
বেহিসাবি সময়, রূপকথার গল্প তো নয়
তবুও আবার পেলে মিনতি করি।
নন্দিনী নন্দিনী তোমার সামনে যখনি
নন্দিনী নন্দিত নরকের রানী।
নন্দিনী তোমার সামনে যখনি আমি
নন্দিনী নন্দিত নরকের রানী।

স্বপ্নগুলো বাঁধা এমনি ঘুড়ির সুতোয়।
ঘুরে ঘুরে সুরে সুরে কি যেন কয়
বিনীত এ প্রণয় রূপকথার গল্প তো নয়।

তবুও স্বপ্ন এলে মিনতি করি,

নন্দিনী তোমার সামনে যখনি
নন্দিনী নন্দিত নরকের রানী

নন্দিনী তোমার সামনে যখনি আমি
নন্দিনী নন্দিত নরকের রানী।

দূরে সরে যাবো ভালোবেসে
এতটা কাল।
কেন মন বলে তবু ভালোবাসিনা।
আমার আশার তরীডুবে ডুবে খুঁজবে তোমায়
কিন্ত তোমার আমার দেখা হবে না।

নন্দিনী তোমার সামনে যখনি
নন্দিনী নন্দিত নরকের রানী
নন্দিনী তোমার সামনে যখনি আমি
নন্দিনী নরকের রানী।
নন্দিনী তোমার সামনে যখনি
নন্দিনী নন্দিত নরকের রানী
নন্দিনী তোমার সামনে যখনি আমি
নন্দিনী নরকের রানী।
Show less
REPLY

Lyrics Submitted by নন্দিনী তোমার সামনে যখনি

Lyrics provided by https://damnlyrics.com/