১৯৯৫ সালে ভর্তি হলাম ক্লাস ওয়ানে
পড়াশোনার মজা বুজলাম তখন সোয়ানে সোয়ানে
আদুভাই হবার ভয় বুকে ছিলো মনে
ক্লাসে পড়া ধরলে পাসের ছেলে বলতো কানে কানে
শুনেও বুজতাম নাহ বলতাম এইডার কি মানে
পড়া দিতো টিচার যা ছিলো ১০ কেজি ওজনের
মনে মনে বলতাম বুজবা কত চাল কতো ধানে
সেই দিনগুলো এখনো পড়ে মনে
এই জীবনে তো কিছুই হলো না আমার
বাপে ঝারির ওপরেই আমার জীবনটা পার
ক্লাকের বেক বেঞ্চ ই সবচেয়ে আপন আমার
যা হাতে আকা শিল্পকর্ম আমার খুবই চমৎকার
কেও দাম দিলো না আমার প্রতিভা গুলার
স্কুলে ভর্তির ১৭ বছর হয়ে গেছে পার
আমার চেয়ে পুরাতন তো এ স্কুলে কিছু নেই যে আর
হিসাবে টিচাররাও আমার জুনিয়রের দাবিদার
আমাকে দেখো
দেখে পাবে প্রেরনা
আমাকে বুঝো
বুঝে পাবে সান্তনা
জ্বলন্ত প্রতিভাটা সমাজের কেও চিনলো না
মনে রেখো সবাই সব কিছু পারে নাহ
পড়া শোনা হবে না যখন সিদ্ধান্ত নিসি
আয়নায় দাঁড়িয়ে নিজ চেহারাটা দেখসি
মডেল হই হিট হিট এইটা মনে ভাবসি
কিন্তু না
ভাবনায় ছিলো ভুল
আমার চিন্তা ভাবনা আসলেই খুব খুব
ভাবলাম আমি হতে পারি ফটোগ্রাফার
Creativity র অভাব নেই যে আমার
কিন্তু ছবির জন্য ঘুরতে পারবোনা খেত খামার
বিপিএলে দেখি মামা টাকার ছড়াছড়ি ক্রিকেট
খেলাটাই এখন সবচাইতে দরকারি
আবাহনি মাঠে গেলে তো ক্রিকেট শিখতে পারি
কিন্তু কোচ বেচারা কেন যেনো দেখে দিলো ঝারি
ভাবলাম।এবার হয়ে যাবো বড় একজন র্যাপার
কিন্তু এখানে ও চাপছিস কোনো ভাত নেই আমার
সবখানে ফ্লপ হয়ে হতাশ নই যে আমি
কারণ আমার অনেক প্রতিভা
যা সবচাইতে দামি
আমাকে দেখো
দেখে পাবে প্রেরনা
আমাকে বুঝো
বুঝে পাবে সান্তনা
জ্বলন্ত প্রতিভাটা সমাজে কেও চিনলো না
মনে রেখো সবাই সব কিছু পারে না
কতকিছু করতাসি আজব এই পৃথিবীতে
দেখতাসি করতাসি উরাধুরা অবশেষে
লেখা পড়া করি না তো
দাড়াই গার্লস কলেজ গেটে
ঘুরে বেড়াই আমি দিনরাত
দলেবলে পথেঘাটে
রাস্তাতে নামলে তো অলি গলি চিপা চাপা কাপে
ক্লাসে তো গেলে সব টিচার আমার ক্ষ্মা মাপে
এই হলো পরিণতি টিক থাকেনা মতি গতি
সব সময় দিয়া গেলাম ভালো কিচুর প্রতিস্রুতি
Yea line on the bed
with the live song
Clickzz up soo
i just a big Crab
With big L losser
Get the girls Everytime
But i Never get to do her
I know everything from photoshoot
to painting
Gonna new Can i you Photo with my Credit
which my Everyday life
And I am just a showcase
My life just suck Cause the man of bulls Case
আমাকে দেখো
ঐ
ঐ
ঐ
ঐ
Lyrics Submitted by nehal
Lyrics provided by https://damnlyrics.com/