Kotha Bhabadara

Pannalal Bhattacharya

দরবারী - একতালা

কোথা ভবদারা দুর্গতিহরা, কত দিনে তোর করুণা হবে ?
কবে দেখা দিবি কোলে তুলে নিবি, সকল যাতনা জুড়াবে ৷

মায়ার সংসারে কর্ম কোলাহলে, শ্রীপদ দুখানি রয়েছি গো ভুলে,
বিবেক - বৈরাগ্য তুমি নাহি দিলে, মোহ-ভ্রান্তি কিসে ছুটিবে ৷

আয়ু সুর্য্য মোর বসিতেছে পাটে, কোথা ব্রম্মময়ী এস তুমি ছুটে
তনয়ে তারো মা এ ঘোর সংকটে, তুমি বিনে কে আর তারিবে ?

Lyrics Submitted by Ashok Kumar kar

Lyrics provided by https://damnlyrics.com/