Chokkhu Duita Kajol Kalo

Andrew Kishore

চক্ষু দুইটা কাজল কালো,
রুপে ছড়ায় চান্দের আলো।
ও যেমন প্রেমের একটা ফাঁদ,
আমি কোন শিকলে বাইন্ধা রাখি এমন রুপের চাঁদ,
আমি কোন শিকলে বাইন্ধা রাখি এমন রুপের চাঁদ।

নুপুর পায়ে সোনার কন্যা হাইটা চলে যেই,
মনে লয় চলিতে তারে অন্তর পাইতা দেই।
নুপুর পায়ে সোনার কন্যা হাইটা চলে যেই,
মনে লয় চলিতে তারে অন্তর পাইতা দেই।
আমি তারে আপন কইরা,
রাইখাছি পরানে ভইরা।
ও দিয়া ভালোবাসার বাঁধ।
আমি কোন শিকল বাইন্ধা রাখি এমন রুপের চাঁদ।
আমি কোন শিকলে বাইন্ধা রাখি এমন রুপের চাঁদ।

বাতাসেতে উড়ায় কন্যার যখন মাথার চুল,
মেঘ ভাইবা দুই চোখ আমার করে মস্ত ভুল।
বাতাসেতে উড়ায় কন্যার যখন মাথার চুল,
মেঘ ভাইবা দুই চোখ আমার করে মস্ত ভুল।
আহা কি রূপ মরি মরি!
পাখা থাকলে হইত পরী।
ও দেইখা মেটে নাতো সাধ।
আমি কোন শিকলে বাইন্ধা রাখি এমন রূপের চাঁদ।
আমি কোন শিকলে বাইন্ধা রাখি এমন রূপের চাঁদ।

Lyrics Submitted by Al-Amin Ovro

Lyrics provided by https://damnlyrics.com/