Nongor Chariya Dere De

Abdul Alim

নোঙ্গর ছাড়িয়া নায়ের দেরে দে মাঝি ভাই,
বাদাম উড়াইয়া নায়ের দেরে দে মাঝি ভাই।
গাঙ্গে ডাইকাছে দেখ বান,
ওরে গাঙ্গে ডাইকাছে দেখ বান।।

হাল ধরিয়া বইসো মাঝি বৈঠা নেব হাতে,
মোরা বৈঠা নেব হাতে।
সাগর দইরা পাড়ি দেব,
ভয় কি আছে তাতে রে মাঝি ভাই।।

উথাল পাথাল গাঙ্গের পানি,
আমরা না তাই ডরি
হায় রে আমরা না তাই ডরি।
সাগর পাড়ের মাঝি মোরা,
সঙ্গী তুফান ঝড়ি রে মাঝি ভাই।।

আল্লাহ নামের তরী আমরা রসূল নামের ঘোড়া,
হায়রে রসূল নামের ঘোড়া।
মা ফাতেমা নামের বাদাম
মাস্তুলেতে উড়া রে মাঝি ভাই।।

Lyrics Submitted by KAMAL UDDIN

Lyrics provided by https://damnlyrics.com/