Bishe Bishe Nil (From “Iti Mrinalini“)

Shreya Ghoshal

বিষে বিষে নীল
সুরায় সুরায় যাচ্ছে তলিয়ে গোধুলির গেলাস
বিষে বিষে নীল
শিরায় শিরায় আসছে ঘনিয়ে
তরল সর্বনাশ।
নেশা নেশা রাত
ঘুম নামে না তাও থামে না
স্বপ্ন বোনে মন।
মায়া মায়া দিন
পথ ভুলিয়ে,সব গুলিয়ে পালায় সেই কখন।

কিছু জানি না কিছু মানি না
যা হবার তাই হোক।
পিছু ডাকি না পিছু ফিরি না
Now go up and smoke.

আধ খোলা মন,আধো অচেতন
জাগে না অতল থেকে।

বিষে বিষে নীল....

ইচ্ছে ধোঁয়ায় এসে দাড়ালো জীন
কে প্রদীপ আর কে বা হলো আলাদীন।

হে আবছা গলায় গলা মেলালো সময়
অল্প সল্প খুচরো বেচে থাকা নয়।
হেই এই পাড়ে ডানা মেলে যাবো না না।
দেশ কাল সীমানা ছেড়ে।
এল ডোরাডো ঠিক খুঁজে পাবো।
যেতে হয় যাবো দূরে।

বিষে বিষে নীল....

Lyrics Submitted by Nadia Shuvra

Lyrics provided by https://damnlyrics.com/