Kemon Acho Shohor

Lakkhichhara

ভাঙ্গা চোরা সব,পুরোনো বাড়ি
তার-ই পাশে ফ্ল্যাট সব সাড়ি সাড়ি
ভালো মন্দ চলছে আড়া আড়ি
কখনো ধীরে কখনো, তাড়াতাড়ি

ভাঙ্গা চোরা সব, পুরোনো বাড়ি
তার-ই পাশে ফ্ল্যাট সব সাড়ি সাড়ি
ভালো মন্দ চলছে আড়া আড়ি
কখনো ধীরে কখনো, তাড়াতাড়ি

কাদা চলে কেউ ডুবিয়েছে পা
কারো মনে মনে ইতস্ততা
শুকনো কাপড় আর হৃদয় ভেজা
রেইনিডে হরতাল আজ ভীষন মজা

কেমন আছো শহর?
কোথায় গেলো তোমার রাজ পোশাক?
ভালো থেকো শহর
তোমার বুকেই আমার স্বপ্ন থাক

কেমন আছো শহর?
কোথায় গেলো তোমার রাজ পোশাক?
ভালো থেকো শহর
তোমার বুকেই আমার স্বপ্ন থাক

ফাকা কোথাও, নয়তো খুব জমজমাট
নতুন পুরোনো সব দোকান পাট
গোধুলি রঙ্গে বিকেল মাঠ
ভেলভেট সবুজে সাজানো পার্ক

শেওলা ঘেরা ওই ভাঙ্গা বেলায়
জানলা দিয়ে দেখা ওই ছোট্ট বাগান
মৃত সুগন্ধের হয় আবসান
নির্বাক ভালোবাসা আর অভিমান

কেমন আছো শহর?
কোথায় গেলো তোমার রাজ পোশাক?
ভালো থেকো শহর
তোমার বুকেই আমার স্বপ্ন থাক

কেমন আছো শহর?
কোথায় গেলো তোমার রাজ পোশাক?
ভালো থেকো শহর
তোমার বুকেই আমার স্বপ্ন থাক...
স্বপ্ন থাক... স্বপ্ন থাক...

কেমন আছো শহর?
কোথায় গেলো তোমার রাজ পোশাক?
ভালো থেকো শহর
তোমার বুকেই আমার স্বপ্ন থাক

কেমন আছো শহর?
কোথায় গেলো তোমার রাজ পোশাক?
ভালো থেকো শহর
তোমার বুকেই আমার স্বপ্ন থাক...
স্বপ্ন থাক... স্বপ্ন থাক...

ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো
ঝড়ের রাতেও পাশে থেকো, পাশে থেকো
পাশে থেকো ও ও ও
ঘুমের রাতেও জেগে থেকো, জেগে থেকো
ভালো থেকো ও ও ও ও.

//copied from youtube
ক্রেডিট: রকস্টার দত্ত দ্রোণ





Lyrics Submitted by Koushik Majhi

Lyrics provided by https://damnlyrics.com/