হতে পারতো এ জীবন কিছুটা অন্যরকম,
যদি তোমার সাথে দ্যাখা হতো কিছু আগে।
মুছে ফেলতাম যত কান্না,ছুঁড়ে ফেলতাম ভাঙা আয়না,
ফেলে আসতাম শত অভিযোগ কোনো বাঁকে।
যদি তোমার সাথে...........।।
,
থাকতো না আর একা একা পথ চলা,
নিজের সাথে নিজেরই কথা বলা।
কষ্ট পেতোনা পিঞ্জরে থাকা পাখী,
উড়িয়ে দিতাম করতো সে ডাকা ডাকি।
চেনা আকাশের মত মনকে,আহবান করে কোনো ঝড় কে,
ফেলে আসতাম শত অভিযোগ কোনো বাঁকে।
যদি তোমার সাথে.............।।
,
থাকত আর কালো মেঘে ছাওয়া দিন,
শরেরর ফেউ বুনে যাওয়া নিশি দিন।
গাইতে হতো না বিরহের কোনো সুর,
মন পালাতো দূর থেকে বহুদুর।
মুছে ফেলতাম শত কথা, ভেঙ্গে ফেলতাম নিরবতা,
ফেলে আসতাম শত অভিযোগ কোনো বাঁকে।
যদি তোমার সাথে দ্যাখা হতো কিছু আগে।।
Lyrics Submitted by সুমিত কুমার
Lyrics provided by https://damnlyrics.com/