ওহ ফিরে এসো ফিরে ঘুমো ঘোর ছিড়ে,
তুমি শুধু তোমার নও,
হাজার চোখের স্বপ্ন তুমি হাজার প্রেমের স্বদেশ ভূমি,
না তুমি গল্প না ওঠো ওঠো জাগো জাগো নীলাঞ্জনা
লাশকাটা ঘর তোমার আশ্রয় নয়,একক মরণ তোমার পরিণতি নয় ,
তুমি নও একা তোমার সীমারেখা তোমাতে বিলীন নয়,
সব হারা মানুষের স্বপ্নময় ফানুসের,তুমিই তো সান্তনা
Lyrics Submitted by Palash
Lyrics provided by https://damnlyrics.com/