Opekkha

Shohojia

যতদুর চোখ যায় ঢেউ ঢেউ
ওপারে আছ কি কেউ কেউ
আমি এপারে ডাকাডাকি
আর কতটা একা থাকি

যতদূর চোখ যায় ঢেউ ঢেউ।।

দুরদেশ, দুরদ্বীপ কোথাও আছে কিনা জানিনা
তবুও খুজছি, খুজে ফিরি সেই ঠিকানা
তুমি ভাল আছ নাকি
আর কতটা একা থাকি

সবরঙ সবরুপ চুপচাপ একে যায় কোন সূর
কত ঢেউ, কত গান আমি আর পাঠাব কতদুর
এই সব মায়ার খেলা নাই
আর কতটা একা থাকি

যত দূর চোখ যায় ঢেউ ঢেউ
ওপারে আছ কি কেউ কেউ
আমি এপারে ডাকাডাকি
আমি এপারে এখা থাকি

যতদুর চোখ যায় ঢেউ ঢেউ।।

Lyrics Submitted by Ashique Chowdhury

Lyrics provided by https://damnlyrics.com/