একটা বদ হাওয়া লেগে খাঁচায়।।
খাঁচার আড়া প’লো ধসে
পাখি আর দাঁড়াবে কী সে।
ঐ ভাবনা ভাবছি বসে
চমক জ্বরা বইছে গায়।।
কার বা খাঁচায় কেবা পাখি,
কার জন্য মোর ঝরে আঁখি।
আমার এই আঙ্গিনায় থাকি
আমারে মজাইতে চায়।।
আগে যদি যেত জানা
জংলা কভু পোষ মানে না।
তবে উহার প্রেম করতাম না
লালন ফকির কেঁদে কয়।।
Lyrics Submitted by Shopno
Lyrics provided by https://damnlyrics.com/