damnlyrics.com

Amar Mondo Shobhab

Song:এতো ভালো হয় কি মানুষ/ আমার মন্দ স্বভাব

Lyrics :Shohidullah Forazi

Singer: Bari Siddique

আমার মন্দ স্বভাব জেনেও তুমি

কেন চাইলে আমারে।

এত ভালো হয় কি মানুষ

নিজের ক্ষতি করে।।

আমি তো ভুলে থাকি আমারও রঙ্গে

তবু তুমি কেনো থাকো

এই মানুষের সঙ্গে।

অনাদরে থেকেও তুমি

রাখো আমায় যতন করে

এত ভালো হয় কি মানুষ

নিজের ক্ষতি করে।।

আমি তো পারি শুধু যন্ত্রনা দিতে

তবু তুমি আশা করো ভালো কিছু পেতে

অবহেলা পেয়েও তুমি

অবহেলা পেয়েও তুমি

কেন চাও যে আপন করে

এত ভালো হয় কি মানুষ

নিজের ক্ষতি করে।।

Lyrics Submitted by Mirza Shahriar

Enjoy the lyrics !!!