এত কিসের তাড়া ছিল চলে গেলি দূর
আজও ঠিকই সুনতে যে পাই সেই সে চেনা সুর
ইট কাঠের এই মেকি শহর ভাবার সময় কই
হঠাত দেখি চোখের কোণে জল গড়ে থৈ থৈ।
বন্ধু কেমন আছিস তুই? বন্ধু কেমন আছিস তুই??
চলেই যদি যাবি দূরে এলি কেন কাছে
তোর জন্য অনেক কথা আজও জমা আছে
ইট কাঠের এই মেকি শহর ভাবার সময় কই
হঠাত দেখি চোখের কোণে জল গড়ে থৈ থৈ।
বন্ধু কেমন আছিস তুই? বন্ধু কেমন আছিস তুই??
Lyrics Submitted by Sahed Bhouiyan
Enjoy the lyrics !!!