damnlyrics.com

Choto Pakhi

ছোট পাখি ছোট পাখি

সর্বনাশ হয়ে গ্যাছে

পৃথিবীর প’রে আর

তোমার আমার

ভালোবাসার কেউ নেই কিছু নেই

ছোট পাখি ছোট পাখি

ভাঙচুর হয়ে গ্যাছে

শিশুদের খেলনা

আমাদের দোলনা

ডাকবাক্সের ঢাকনা

রাস্তায় ল্যাম্পপোষ্টে আলো নেই

ও পাখি ও পাখি

গানটা হেরে গ্যাছে

নদীটা ফিরে গ্যাছে

পাহাড়টা সরে গ্যাছে

সাগরটা মরে গ্যাছে

আদিবাসী শামুকের কোনো ঘর নেই

নেই নেই কিছু নেই

রাস্তার বাম নেই

শ্রমিকের ঘাম নেই

টাকাদের দাম নেই

চিঠিটার খাম নেই

আমাদের কারো কোনো নাম নেই

Lyrics Submitted by Pial

Enjoy the lyrics !!!