আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক খারাপ
আপ্নার জন্য
কলেজে সেকেন্ড ইয়ারে উঠে আমি বুঝতে পারি
জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয়
ঈষান থেকে স্পলানেট পর্যন্ত একটা বিরাট আয়না
তাতে খাদ্য এবং খাদকের মুখ
কিন্তু দুজনের একজনও জানে না
কে খাবে? আর কে খেতে দিবে?
কলেজে ঢুকতেই একটি চমৎকার ছেলে
এসে দাঁড়িয়েছিল আমার চৌকাঠে
দুটো স্বপ্নের চোখ, এলোমেলো চুল
হাতে পেঙ্গুইন পেপার প্যাক
ঠোঁটে সারাক্ষণ বাবন্যান্ট কুড়োসোয়া আইজেনস্টাইন
কিন্তু একটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আরেকটি
ফিল্ম ফেস্টিভ্যাল এ পৌঁছাতেই বুঝতে পারলাম
আমি একটি আধ খাওয়া আপেল
আর চমৎকার সেই ছেলেটি
আমার একবছরের প্রেমিক
আরেকটি আধখাওয়া আপেলের সঙ্গে
বকখালিতে ধরা পড়লো
থানা পুলিশ লোকাল কমিটি
সব যথাযোগ্য মর্যাদায় পার হয়ে
একটি বৃষ্টির দুপুরে আমাকে বললো
'হাই বেবি, আই রিয়েলি লাভ ইউ।
চল এবার আমরা তিনজন মিলে
চাঁদপুর যাবো '
চড় কষাতে পারি নি সেদিন
ঘর বন্ধ করে কেদেছিলাম
চোখের৷ জলে আপ্নার গীতবিতান এর
সাঁইত্রিশ নং পৃষ্ঠা ভিজে গিয়েছিল
ভিজে গিয়েছিল সেই গানটা
'তুমি যে চেয়ে আছ আকাশ ভরে'
এরপর আমার জিন্সের জ্যাকেট
আমার টাইটান ঘরি আমার ইকোনমিক সনেট
সমস্তকিছুকেই আকাশ মনে হয়েছিল
কি করেছেন আপনি আকাশ নিয়ে
এত আকাশ আপনার কানে
ঠিক এসময়ে বাবার সঙ্গে
আমার সম্পর্ক খারাপ হয়ে গেল
বাবা বললেন_'মূর্খ তুই মেয়ে না হয়ে
ছেলে হলে আমার ভয় ছিল না।
এত গীতবিতান পড়ার কি আছে?
রাবিশ....' সেদিনই বাড়ি ছেড়ে
চলে যাবো ভেবেছিলাম, পারিনি।
সেদিনি ঘুমের বড়ি খাবো ভেবেছিলাম, পারিনি
তার বদলে বাবার মুখের উপর দাঁড়িয়ে বললাম
'তুমি আমার বাবা নও,তুমি আমার বাবা নও...
অন্য একজন কোথাও আছেন তিনি আমার বাবা।'
ওপরতলার রাজনীতি করা বাবার অহং সাংঘাতিক
ঠাস করে আমাকে একটা চড় মেরে বললেন
'তোমার যা লাগবে টাকা পয়সা সব পাবে,
আজ থেকে তুমি আর আমাকে পাবে না।
মনে রেখো......' সামনে ফাইনাল।
কি হবে জানি না, কিন্তু ভালো আমাকে করতেই হবে
নিজের পায়ে দাঁড়াতেই হবে
চোখের জল লেগে ভিজে গেসে পৃষ্ঠাগুলো
৩৭, ৫৮, ২৫২, ৩৫৫ পৃষ্ঠাগুলো
আমার ভেজা চোখের মতো
আমি হাত দেই ভেজা পাতায় আর
আর কে যেন হাত রাখে আমার পিঠে
কবে... কবে সে হাত আমাকে
বুকে জড়িয়ে ধরবে? হ্যাঁ আপনি..
আপনি... আপনিই সে গীতবিতান এর লেখক
আমার মতো অজস্র মেয়েকে আপনি
আকাশ দিয়েছেন, হেমন্ত দিয়েছেন, শ্রাবণ দিয়েছেন
কিন্তু আপনি যেমন দিয়েছেন নিয়েছেনও তেমনি
তবে নিন... আরো নিন... আরো.... আরো
আপনি যতো নিবেন আমি ততো ভালো থাকবো
আমাকে আমার বাবা বোঝেন নি
আপনার আকাশ তাই আমার আকাশ
আচ্ছা আপনি আমাকে কখনো ভুল বুঝবেন নাতো
Lyrics Submitted by সাবরিনা সুলতানা শিলা (হিমাদ্রী)