ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর
ভরা বাদর...
ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর
ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর
ভরা বাদর....
ঝঞ্ঝা ঘন গর্জন্তি সন্ততি
ভুবন ভরি বরিখন্তিয়া
কান্ত পাহুন বিরহ দারুণ
সঘনে খর শর হন্তিয়া
কুলিশ শত শত পাত-মোদিত
ময়ূর নাচত মাতিয়া
ময়ূর নাচত
ময়ূর নাচত
ময়ূর নাচত মাতিয়া
মত্ত দাদুরি ডাকে ডাহুকী
ফাটি যাওত ছাতিয়া
তিমির দিগ ভরি ঘোর যামিনী
অথির বিজুরিক পাঁতিয়া
বিদ্যাপতি কহ কৈছে গোঙায়বি
হরি বিনে দিন রাতিয়া
ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর
ভরা বাদর
Enjoy the lyrics !!!