damnlyrics.com

Ki Sape Kamralo

কি সাপে কামড়াইলো আমারে,

ওরে ও সাপুড়িয়ারে,

হায়, জ্বলিয়া পুড়িয়া ম’লেম বিষে।

ও সাপুড়িয়ারে, জ্বলিয়া পুড়িয়া ম’লেম বিষে।।

ওগো বিষ উইঠাছে বিষ-নালে রক্তের সংগে মিশে,

সখী বিষ উইঠাছে বিষ-নালে রক্তের সনে মিশে,

ও সাপুড়িয়ারে, জ্বলিয়া পুড়িয়া ম’লেম বিষে।।

হাস্নাহেনা হাসতে ছিল সন্ধ্যার আঁধারে,

আমি তখন দাঁড়িয়াছিলাম ফুল গাছের ধারে,

ওগো সাপ ছিলো সেই ঝোঁপের আঁড়ে- আগে পাই নাই দিশে।

ও সাপুড়িয়ারে, জ্বলিয়া পুড়িয়া ম’লেম বিষে।।

চিকন কালো সাপটি রে তার, মাথায় মণি জ্বলে,

হাস্নাহেনা ফুলের গন্ধে সাপ ছিল গাছের ডালে।

ওগো সাপ ছিল সেই ঝোপের আঁড়ে, আমি আগে পাই নাই দিশে।

ও সাপুড়িয়ারে, জ্বলিয়া পুড়িয়া ম’লেম বিষে।।

আগে যদি জানতাম আমি, বিষের এতই তাপ,

ঘর বাঁধিতাম হাউই দ্বীপে, যে দেশে নাই সাপ।

আমি ঘর বাঁধিলাম এই সাপের দেশে, ওঝার কড়া নিষেধ

ও সাপুড়িয়ারে, জ্বলিয়া পুড়িয়া ম’লেম বিষে।।

বিজয় বলে বিধির লিখন খন্ডানো না যায়,

বনের বাঘে খায় না যারে মনের বাঘে খায়।

এই ভবে যারে দংশিছে কালো সাপে, সে বাঁচিবে কিসে।

ও সাপুড়িয়ারে, জ্বলিয়া পুড়িয়া ম’লেম বিষে।।

Lyrics Submitted by AZMH Sarwar

Enjoy the lyrics !!!