damnlyrics.com

Kusum Dolay Dole Shyam Rai

ছায়াছবি-:পরিনীতা(১৯৬৯) শিল্পী-:প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

আ্যলবাম-:'একটা‌ গান লিখো আমার জন্য'।

কথা-:প্রনব রায়। সুর-:হেমন্ত মুখোপাধ্যায়।

*কুসুম দোলায় দোলে শ্যামরায়,তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে।

শ্যামেরি পাশে শ্রীমতী হাসে,যুগল শশী যেন বৃন্দাবনে।।

*দোলে কৃষ্ণ মেঘের ওই সৌদামিনী,হিন্দোলে দেয় দোল ব্রজগোপিনী।

বাজায় নুপূর,নাচে ময়ূরী ময়ূর,যমুনা উজান বয় ভরা শাওনে।।

*দোলে কুঞ্জবনে দুঁহু রঙ্গে বিভোর,মন জানে কে বা চাঁদ কে বা চকোর।

ওই রূপমাধুরী আঁখি করেছে চুরি,শ্রীমতী-শ্যাম দোলে আমারি মনে।।

Lyrics Submitted by Nayanika Chatterjee

Enjoy the lyrics !!!