ওম... ওম... ওম...
মহাপ্রাণ জাগে নব অনুরাগে
দিকে দিকে তারই মহাশঙ্খ বাজে
মহাপ্রাণ জাগে নব অনুরাগে
দিকে দিকে তারই মহাশঙ্খ বাজে
মহাপ্রাণ জাগে..
প্রকৃতি অরুপা হল চিৎ স্বরুপা
প্রকৃতি অরুপা হল চিৎ স্বরুপা
মৃন্ময়ী প্রতিমা..
মৃন্ময়ী প্রতিমা চিন্ময়ে বিরাজে
মহাপ্রাণ জাগে নব অনুরাগে
দিকে দিকে তারই মহাশঙ্খ বাজে
মহাপ্রাণ জাগে..
শরৎ নীলিমা হল অনুপমা
শরৎ নীলিমা হল অনুপমা
ঘরে ঘরে উমা..
ঘরে ঘরে উমা দুর্গা রূপে সাজে
মহাপ্রাণ জাগে নব অনুরাগে
দিকে দিকে তারই মহাশঙ্খ বাজে
মহাপ্রাণ জাগে..
মহাপ্রাণ জাগে..
মহাপ্রাণ জাগে..
Lyrics Submitted by Parijat Deb
Enjoy the lyrics !!!