damnlyrics.com

Mon Hawate

মন হাওয়াতে স্বপ্ন ছুতে

আরো আরো দূরে যাচ্ছে হারাতে

ইচ্ছে পুরে নীলচে ঘোরে

মেঘে মেঘে ওরা বৃষ্টি ছড়াতে

কিছু রোদেলা রঙ্গিলা আলো

কারা হলুদে নীলে মেশালো

কিছু রোদেলা রঙ্গিলা আলো

কারা হলুদে নীলে মেশালো

তাই সবুজ নেশা নামল চোখের পাতায়

দেখি আলো মাখা রুমালি ভোরে

কিছু পাখি হওয়া কথারা ওড়ে

কিছু কথা দোলে ঘাসে ঘাসে

তুলে নিয়ে কথা ঘরেতে ফিরি

কিছু ভাব কিছু কিছুটা আড়ি

বাসা বাধে জানলার পাশে

তখন দেয়াল তেপান্তরে

খোলা চিঠির অচিনপুরে

বুঝি ফেরে কেউ আমার সুরে বেসুরে

হেটে যাব আমি ততটা দূরে

যত দূরে গেলে মেঘেলা ঘরে

ভাবা বলে শোনো কেও আসে

শুনি ভেজা পাতা টাপুরটুপুরে

একা ডেকে যাওয়া চিলের দুপুরে

চৈত্রের গানে ভরা মাসে

তখন আমার শহর জুড়ে

ঘুড়ির ডানায় ফাগুন ওড়ে

রঙে রঙে আমি রঙ্গিন হওয়া আকাশে

Enjoy the lyrics !!!