damnlyrics.com

Na Hoy Mon Dite Tumi Parona

না হয় মন দিতে তুমি পারো না

তাই বলে কি মন পাবে না কেন এমন ধারণা

আমি নয়, স্বাদ কে আমার বলি এ এ এ

জীবনে হার জিত সেতো রয়েছে.....

ও.........আমার সাধের গরব

তুমি এবার হার না

সবকিছুতেই দুইয়ে দুইয়ে চার

এই হিসাব মেলে না তো আর

যোগফল ভুলি থেকে তার

যোগাযোগ মেলাই কতবার

না চেয়েও এমনি আমি কত পাই...

তুমি নয় অবুঝ হয়েই বোঝো তাই...

এ... হিয়ার পাওনা দেনা তোমার ছাড়া কারো না

Lyrics Submitted by সুস্ময় সেন

Enjoy the lyrics !!!