চরছে নেশা রঙিন পেয়ালায়, কি মেশালে পিয়ানোওয়ালা
একটু সুর আর একটু সুরায়, নেশায় চোখ লাল, কৃষ্ণচূড়ায় (2)
বৃদ্ধ আঙুলে ঝংকার পিয়ানোওয়ালা, রেস্টবারে শনিবার, পিয়ানোওয়ালা (2)
চরছে নেশা রঙিন পেয়ালায়, কি মেশালে পিয়ানোওয়ালা
একটু সুর আর একটু সুরায়, নেশায় চোখ লাল, কৃষ্ণচূড়ায়
মলাটে মোড়া স্বরলিপির খাতা, ঘোলাটে আলোয় যায়না ভালো দেখা
তবু পিয়ানোটা বাজে মেলনকালী, প্রতি শনিবারে কুড়োতে হাততালি
বৃদ্ধ আঙুলে ঝংকার পিয়ানোওয়ালা, রেস্টবারে শনিবার, পিয়ানোওয়ালা (2)
চরছে নেশা রঙিন পেয়ালায়, কি মেশালে পিয়ানোওয়ালা
একটু সুর আর একটু সুরায়, নেশায় চোখ লাল, কৃষ্ণচূড়ায়
টলছে দুপায়ে সব বাড়িমুখো, বলছে পিয়ানো আর একটু একটু থাকো
এক চুমুকে গিলে গেলাস খালি তার, দেখা হবে আবার শনিবার
তবু পিয়ানোটা বাজে মেলনকালী, প্রতি শনিবারে কুড়োতে হাততালি
বৃদ্ধ আঙুলে ঝংকার পিয়ানোওয়ালা, রেস্টবারে শনিবার, পিয়ানোওয়ালা (2)
চরছে নেশা রঙিন পেয়ালায়, কি মেশালে পিয়ানোওয়ালা
একটু সুর আর একটু সুরায়, নেশায় চোখ লাল, কৃষ্ণচূড়ায় (2)
বৃদ্ধ আঙুলে ঝংকার, পিয়ানোওয়ালা, রেস্টবারে শনিবার, পিয়ানোওয়ালা (2)
বৃদ্ধ আঙুলে ঝংকার, পিয়ানোওয়ালা, রেস্টবারে শনিবার, পিয়ানোওয়ালা (4)
চরছে নেশা রঙিন পেয়ালায়, কি মেশালে পিয়ানোওয়ালা....
Lyrics Submitted by Apurba Paul