টুইংকেল টুইংকেল লিটল্ স্টার
আধো-আধো করে গায় বেবিরা আমার
স্টার তুমি দূরে দূরে থেকো নাকো আর
কপালেতে টিপ হও সোনামণিটারl
বাবার আদর আর মায়ের সোহাগ
এই পৃথিবীর প্রতিটি শিশু পাক,
বাবা-মা যোগ্য হোক প্রতিটি শিশুর
খুশিতে হেসে উঠুক মেঘ রৌদ্দুর-মেঘ রৌদ্দুরll
স্বপ্ন আমার তোরা খুব বড় হবী
বাবা-মার চেয়ে বেশি সুনাম কুড়াবী
লোভ-ক্ষোভ-ঘৃণা যেনো না থাকে হৃদয়ে
তোরাই প্রথম হবী যেকোনো বিজয়ে
বাবা খুশি হবে হলে তোরা অদ্বিতীয়া
ভয় নেই আমি আছি হয়ে পাশে ছায়াll
যতোদূরে যাই আমি যেখানেই থাকি
তোদেরই অবয়ব বুকে ধরে রাখি
যদি কখনো তোদের খুব একা লাগে
এক ছুটে পৌঁছুবো ঝড়ের ও আগে
এগিয়ে যাবি তুই ভুলে মিছে মায়া
ভয় নেই বাবা আছি হয়ে পাশে ছায়াll
Lyrics Submitted by Masum Billah Joy
Enjoy the lyrics !!!