আমার বুকের পাজর জুড়ে দুঃখের আস্ফালন
হৃদয় জুড়ে স্বপ্ন পোড়া ধোঁওয়ার আস্তরণ
তোমার আকাশে রোজ জমে চাঁদ তাঁরাদের মেলা
তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা
তুমি যখন যত্ন করে ঠোঁটে আঁক রেড রোজ
আমি তখন হন্যে হয়ে করি টিউশানির খোঁজ
তোমার দুপুর বিকেল কাটে শুনে শস্তা প্রেমের গান
দিনবদলের ঘামে আমার ওষ্ঠাগত এই প্রান ।।
তোমার কষ্ট বড়জোর ঐ টিপ হাড়িয়ে ফেলা
তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা
তুমি যখন লং ড্রাইভে মার্সিডিজ গাড়িতে
আমি তখন বি আর টি সি'র টিকিট কাটার সারিতে
তুমি দেখো রিমোট চেপে সাস ভি কাভি বহু থি
আমি শুনি তারামনের অনাহারি আকুতি ।।
তোমার কষ্ট বড়জোর ঐ দুল হাড়িয়ে ফেলা
তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা
Lyrics Submitted by Mau
Enjoy the lyrics !!!