damnlyrics.com

Red Rose

আমার বুকের পাজর জুড়ে দুঃখের আস্ফালন

হৃদয় জুড়ে স্বপ্ন পোড়া ধোঁওয়ার আস্তরণ

তোমার আকাশে রোজ জমে চাঁদ তাঁরাদের মেলা

তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা

তুমি যখন যত্ন করে ঠোঁটে আঁক রেড রোজ

আমি তখন হন্যে হয়ে করি টিউশানির খোঁজ

তোমার দুপুর বিকেল কাটে শুনে শস্তা প্রেমের গান

দিনবদলের ঘামে আমার ওষ্ঠাগত এই প্রান ।।

তোমার কষ্ট বড়জোর ঐ টিপ হাড়িয়ে ফেলা

তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা

তুমি যখন লং ড্রাইভে মার্সিডিজ গাড়িতে

আমি তখন বি আর টি সি'র টিকিট কাটার সারিতে

তুমি দেখো রিমোট চেপে সাস ভি কাভি বহু থি

আমি শুনি তারামনের অনাহারি আকুতি ।।

তোমার কষ্ট বড়জোর ঐ দুল হাড়িয়ে ফেলা

তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা

Lyrics Submitted by Mau

Enjoy the lyrics !!!