সুরেরও এই ঝর ঝর ঝর না ঝরনা
হায় মরি হায় মরি হায়রে ঝরনা ঝরেরে
ফুলেরও এই গুন গুন গুন যাই দুজনা
যাই চলে যাই চলে যাইরে
রহেনা ঘরেতে
ঝরনা ঝরেরে রহেনা ঘরেতে ||
মেঘে মেঘে মেঘ বালিকা আবির ঢালে
মনেরও ময়ুরী নাচে তালে তালে ||
গানে গানে প্রাণে প্রাণে ||
সুরের সুরভি ভরেরে ||
নোটন নোটন পায়রা গুলি পেখম মেলেছে
রোদেরও সোনালী রং অঙ্গে মেখেছে ||
মরি মরি কিযে করি ||
হৃদয় আকুল করেরে ||
Lyrics Submitted by Rajan Gupte
Enjoy the lyrics !!!