Alo Aar Alo Diye - Mita Chatterjee



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Alo Aar Alo Diye Lyrics


আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে
উ হু হু হু হু হু হু হু জানলাম উ হু হু হু হু হু হু হু
হাজর সূর্য উঠা দেখলাম
আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে
প্রেমকে নতুন করে জানলাম
মনে হয় আজ আমি হাজর সূর্য উঠা দেখলাম
মনে হয় আজ আমি হাজর সূর্য উঠা দেখলাম
ঝাঁকি ঝাঁকি প্রজাপতি ছিলো মনে ঘুমিয়ে আমার
বসন্ত ডাক দিলো নিয়ে তার ফুলেরও বাহার
তাই তারা জাগলো যে শিহরণ লাগলো যে
তাদের পাখার রং মাখলাম
মনে হয় আজ আমি হাজর সূর্য উঠা দেখলাম
মনে হয় আজ আমি হাজর সূর্য উঠা দেখলাম
রাশি রাশি ভালবাসা বুকে যেন ধরেনা আমার
সমুদ্রে মিশে নদী আজ সে যে নদী নেই আর
রাশি রাশি ভালবাসা বুকে যেন ধরেনা আমার
সমুদ্রে মিশে নদী আজ সে যে নদী নেই আর

সিমনা ছাড়িয়ে আমি নিজেকে হারিয়ে আমি
তোমার সিমায় ধরা পড়লাম
মনে হয় আজ আমি হাজর সূর্য উঠা দেখলাম
মনে হয় আজ আমি হাজর সূর্য উঠা দেখলাম

Enjoy the lyrics !!!