Char Dewal - AvoidRafa



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Char Dewal Lyrics


যখন চাঁদ থেমে যায়,
তোমার আঘাত আমার ব্যর্থতায়,
কি ভেবেছো বদলে গেছি?
আমি এভাবে থাকতে চাই, আমি এভাবে বাঁচতে চাই,
যত যাই বলো,
জীবনটা আমার আমি যাই করি,
তুমি কি ভেবেছো?
তোমারই অহংকার ,সারাটি জীবনভর পার পাবে না এবার,
তোমার জন্য সব এমনটা ভেবো না,
সবই হারাবে।
তোমার স্মৃতি তোমাকে পোড়াবে।
আবেগের জল ছড়িয়ে যাবে,
আজ কেন আগুন তুমি?
তোমার জন্য বেঁচে থাকা পুরো অর্থহীন ,
মিথ্যে অভিনয় বলতে ইচ্ছে হয়,
দোষ তোমারই।
কি পেয়েছো,,,,
তোমায় যে পাওয়ার নয়,

হাত বাড়িয়ে ছুবো না,
শুধু জেনে রেখো দুঃখটা আমার সুখের পর।
যতই যাও যত ভয় দেখাও,
কাজ হবে না কিছুই পাবে না।
Lyrics Submitted by Sobuj

Enjoy the lyrics !!!