Dohon - Pritom Ahmed



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Dohon Lyrics


"দহন"
প্রীতম আহমেদ
কেনো ভালবাসা এতো পোড়ায়,এতটা দেয় দহন
কেনো ভালবাসা এতো পোড়ায়,এতটা দেয় দহন
আমি আমার সব দিয়েও,আমি আমার সব দিয়েও
পেলাম না তো তার মন!!
কেনো ভালবাসা এতো পোড়ায়,এতটা দেয় দহনll
বুকের ভিতর দুখের সাগর তবু হাসিতে খুশির প্লাবন
কেউ জানেনা এই দুচোখে আমি পুষেছি আষাঢ়-শ্রাবণ
জীবন সাজাতে গিয়ে আমি,উপহার পেলাম মরণ!!
কেনো ভালবাসা এতো পোড়ায়,এতটা দেয় দহনll
কিছু কিছু স্মৃতি আছে যা যায়না ভোলা আমরণ
তেমনি তোমার প্রেমের কাছে চিরঋনী এই মন!!
সবাই ফিরিয়ে দিলে এসো,সবাই ফিরিয়ে দিলে এসো
আমার কাছে তখনll

কেনো ভালবাসা এতো পোড়ায়,এতটা দেয় দহন
আমি আমার সব দিয়েও,পেলাম না তো তার মন
কেনো ভালবাসা এতো পোড়ায়,এতটা দেয় দহনll
Lyrics Submitted by Masum Billah Joy

Enjoy the lyrics !!!