Duare Aisache Palki - Abdul Alim
| Page format: |
Direct link:
BB code:
Embed:
Duare Aisache Palki Lyrics
দুয়ারে আইসাছে পালকি নাইওরি যাও তোল রে
তোল মুখে আল্লাহ রাসুল সবে বল।।
দুই কাধে ছিল যে তোমার দুইজনা পাহারা
তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা
তোমার আট কুঠুরি নয় দরজা
বন্ধ যে ঐ হল।।
দিবানিশি যে কয়জনা দিত কুমন্ত্রণা
আজ তাহারা কোথায় গেল ভাব দেখিরে মনা।
ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে
দ্বীন কি তোমার মাবুদ কেবা তখন কি বলিবে
ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে
জবানেতে বল।।
Enjoy the lyrics !!!