Echche Korei Hari - Kumar Bishwajit
| Page format: |
Direct link:
BB code:
Embed:
Echche Korei Hari Lyrics
জেতার অনেক কায়দা আছে
জিততে আমি পারি।
তোমার কাছে সহজ খেলায়
ইচ্ছে করে হারি।
ধর তুমি আমি মিলে খেলি যদি ক্যারাম,
যে গুটি যায় আস্তে মারলে
সেটাই জোরে দিলাম।
জোরে মারার ফলে গুটি
লক্ষ্যভ্রষ্ট হলো,
খেলা শেষে গেমের পয়েন্ট
তোমার পক্ষে গেল।
মনে কর তোমার আমার
১০০ মিটার দৌড়,
দৌড়ের গতির ধীরটা আমার,
তোমার দ্রুত জোর।
তুমি যত এগিয়ে যাও
ততই আমি পিছে,
আমার অনেক আনন্দ হয়,
থাকলে তোমার নিচে।
Lyrics Submitted by Mrs Mirza Ashfaq Ahmad
Enjoy the lyrics !!!