Ei Je Elam Shankha Nadir Tire - Robin Majumdar
| Page format: |
Direct link:
BB code:
Embed:
Ei Je Elam Shankha Nadir Tire Lyrics
এই যে এলাম শঙ্খ নদীর তীরে
হয়তো গো আর আসবো না
তাই বলে কি, তোমায় ভালোবাসবো না!
এই যে এখন একটি তরী বেয়ে
আমরা দু'জন চলেছি গান গেয়ে
হয়তো বা আর এই তরীতে ভাসবো না।।
ও পাড়েতে বালুচরে পথ হারানো ঢেউ
এমনতরো থাকবে নাকি জানে না তো কেউ
হায় জানে না তা কেউ।
এই যে তিথি যাবেই জানি চলে
দুলবে না মন হয়তো সুরের দোলে
এমন করেও আর কোনো দিন হাসবো না।।
Lyrics Submitted by Ananda
Enjoy the lyrics !!!