DamnLyrics - The center provides all the lyrics

Jale Nebo Na - Arati Mukherjee



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Jale Nebo Na Lyrics


জলে নেবো না আর থই পাবে না
থই থই করে নদী এখন যে বরষা,
এ সময় এ নদীর নেই কোনো ভরসা।।
খুব জল, ডুব জল, নেই কূল নেই তল,
জল খেলা খেলো না আর তুমি সহসা।।
দিন নেই রাত নেই বান আসছে,
থেকে থেকে কার টান আসছে।
ভাঙছে তো ভাঙছেই, পাড় ভাঙছে
ঢেউ আসে ঝাঁপিয়ে প্রাণ করে সরসা।।
তরঙ্গে তরঙ্গে ওঠে ঘুর্ণি,
দুরন্ত মন হলো আশা-পূর্ণি
জ্বলছে তো জ্বলছেই জল চুমকি
কোন্ তৃষা জ্বলে রে অন্তর হরষা।।
Lyrics Submitted by Antarik Nandan

Enjoy the lyrics !!!

arti Mukherji (also known as Aarti, Aarti Mukherjee or Arati Mukhopadhyay) is a Bengali playback singer who has also sung in Hindi films such as Geet Gata Chal (1975), Tapasya (1976), Manokamana and Masoom (1983).
She won the Filmfare Best Female Playback Singer award for the song Do naina.. in Shekhar Kapur's Masoom.

Arati Mukherjee on Last.fm.


User-contributed text is available under the Creative Commons By-SA License and may also be available under the GNU FDL.

View All

Arati Mukherjee