DamnLyrics - The center provides all the lyrics

Jamuna Ki Bolte Pare - Sipra Bose



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Jamuna Ki Bolte Pare Lyrics


যমুনা কি বলতে পারে,
কতবার কেঁদেছে রাধা।।
যমুনা কি বলতে পারে ?
আনমনে চলতে গিয়ে।।
কোন পথে পেয়েছে বাধা !
যমুনা কি বলতে পারে ?
কতবার কেঁদেছে রাধা !
যমুনা কি বলতে পারে ?
অঙ্গে সোনা ছিল যত,
কলঙ্কে দ্বিগুণ তত।।
ও কালি চন্দন হত অবিরত।।
কালিন্দীর ওই কালো জলে।।
ভেসে গেল নিরব কাঁদা।
যমুনা কি বলতে পারে ?
কতবার কেঁদেছে রাধা !
যমুনা কি বলতে পারে ?

ধাপা ধামাপা মাধাপা
মারেমা রেপাপা
ধাপা মাগারে মাগারে সানি
নিরেনি ধাপা পাধাপা গারে
নিরেনি ধাপা সা
ধন্য প্রেমে জরজর,
আনন্দ অধিক আরো।।
পিরীতি সুন্দরতর মনোহর।।
গুণধর রুপ লাগি
দিবানিশি হয়েছে সফল।
যমুনা কি বলতে পারে ?
কতবার কেঁদেছে রাধা !
যমুনা কি বলতে পারে ?
কতবার কেঁদেছে রাধা !
যমুনা কি বলতে পারে ?
কথা-সুনীল বরণ
সুর-গোবিন্দ বসু
শিল্পী-শিপ্রা বসু
Lyrics Submitted by Souvik Maity

Enjoy the lyrics !!!

Born on 9th November 1945, Sipra Bose was the eldest child to her parents. Though not a musical family, her family provided utmost support when she started taking music lessons with the help of a harmonium brought from her maternal parents' home. Pdt. Chinmoy Lahiri whom she called "jethhu" (a name addressed to one's father's elder brother) implanted in her soul the burning passion for Indian Classical Music through his melodious singing style and his remarkable mentorship. The art of demonstration of the various Ragas was what she essentially learnt from him.


Read more about Sipra Bose on Last.fm.


User-contributed text is available under the Creative Commons By-SA License and may also be available under the GNU FDL.

View All

Sipra Bose