Jani Prithibi Amay Jabe Bhule - Pintoo Bhattacharya



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Jani Prithibi Amay Jabe Bhule Lyrics


জানি পৃথিবী আমায় যাবে ভুলে ,
এত সাধ আসা, এত ভালোবাসা, হারালে জীবন নদী কূলে।
জানি পৃথিবী আমায় যাবে ভুলে ।।
তবু যা পেয়েছি স্নেহ মায়া তারি - কি করে আমি তা ভুলে যেতে পারি (2)
মনেরি মাধুরী মিশায়ে স্মৃতিটি রেখে যাবো ফুলেফুলে,
এত সাধ আসা এত ভালোবাসা, হারালে জীবন নদী কুলে ,
জানি পৃথিবী আমায় যাবে ভুলে ।।
আমার চোখেরই আলো যেন তারা হয়ে জ্বলে ,
হাওয়ায় নিশ্বাস আমার সেদিন আমি নেই যেন না বলে
আকাশে আমারই হৃদয়ের লেখা র য়েরই তুলিতে যেন টানে রেখা
সাগরে আমারই রাগিনী দোলে গো সুরে সুরে ঢ়েউ তুলে
এত সাধ আসা এত ভালোবাসা , হারালে জীবন নদী কুলে ।
জানি পৃথিবী আমায় যাবে ভুলে ।।

Enjoy the lyrics !!!